ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তরফে নির্বাচনের প্রস্তুতির জন্য গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রক্রিয়া বাংলাদেশি জনগণকে তাদের নিজস্ব সরকার-প্রতিনিধি নির্বাচনের সুযোগ দেবে। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল। বাংলাদেশে নির্বাচন এবং গুম কমিশনের তদন্ত রিপোর্ট প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে নিজেদের অবস্থান পরিষ্কার করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল। নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সময় নির্ধারণের বিষয়ে আমরা ধারাবাহিক পর্যবেক্ষণ চালিয়ে যাব। এই পুরো প্রক্রিয়ায় আমরা অবশ্যই তাদের আইন মেনে চলা এবং যেকোনো পরিবর্তনের ক্ষেত্রে গণতান্ত্রিক নীতিমালার প্রতি সম্মান জানানোর জন্য উৎসাহিত করব। আমরা সর্বদাই, বিশ্বের যেকোনো স্থানের মতো শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে সমর্থন জানাব। এদিকে, গুম কমিশনের রিপোর্ট নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, গত দুই দশকে বাংলাদেশে শত শত গুমের ঘটনা ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যা দেখে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গুম একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন, যা ভুক্তভোগীদের ওপর অনির্দিষ্ট সময়ের জন্য আটক বা গায়েব হয়ে যাওয়ার মতো যন্ত্রণাদায়ক নির্যাতন চাপিয়ে দেয়।
Read More News
এর ফলে সংশ্লিষ্ট পরিবারগুলো অনিশ্চয়তায় ভোগে।
আমরা এই অপরাধগুলো তদন্ত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করে যাব।