ব্রিটেনের দায়িত্ব নিলেন ‘তেরেসা মে’

মার্গারেট থ্যাচারের পর দ্বিতীয় নারী হিসেবে ব্রিটেনের সরকারপ্রধানের দায়িত্ব নিলেন তেরেসা মে।

ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেওয়ার পর আজ সন্ধ্যায় বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথ আনুষ্ঠানিকভাবে তেরেসা মেকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেন।

এর আগে বিকেলেই বাকিংহাম প্যালেসে গিয়ে রানির কাছে পদত্যাগপত্র জমা দেন ছয় বছরেরও বেশি সময় ধরে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা ডেভিড ক্যামেরন।

পদত্যাগপত্র জমা দেওয়ার আগে ডাউনিং স্ট্রিটের বাইরে স্ত্রী ও সন্তানদেরকে সঙ্গে নিয়ে সংক্ষিপ্ত এক বক্তব্যে ক্যামেরন বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্মান।
Read More News

এছাড়া তার ক্ষমতা গ্রহণের সময়ের চেয়ে যুক্তরাজ্য এখন অনেক বেশি শক্তিশালী বলেও মন্তব্য করেন ক্যামেরন।

নতুন প্রধানমন্ত্রী তেরেসা মে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে প্রচারণা চালালেও অভিবাসী প্রশ্নে কঠোর ৫৯ বছর বয়সী তেরেসা। পড়াশোনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ১৯৯৭ সাল থেকে এমপি ও ছয় বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *