বলিউডের তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ আসছেন বঙ্গবন্ধু বিপিএল’ এর উদ্বোধনী অনুষ্ঠানে। এই দুই ভারতীয় ছাড়াও দেশি-বিদেশি আরো অনেক খ্যাতনামা তারকা থাকবেন অনুষ্ঠানটিতে। আগামী ৮ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠানটি।
আগামী ১১ই ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। উদ্বোধন ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে উদ্বোধনী দিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে সালমান-ক্যাটরিনা উপস্থিত থাকবেন বলে জানান বিপিএল কমিটি।
এছাড়াও সিনেমা জগতের তারকা জন আব্রাহাম, টাইগার শ্রফ, সংগীত জগতের তারকা এ আর রহমানের থাকবেন বলে জানান বিপিএল কমিটি। তবে এদের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।
Read More News
১১ই ডিসেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টটিতে মোট ৭টি দল খেলছে। এবার মোট তিনটি ভেন্যুতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট খেলা হবে।