আশিকি টু ছবিতে অভিনয় করে লাইমলাইটে আসেন শ্রদ্ধা কাপুর। সেসময় ছবির নায়ক আদিত্য রায় কাপুরের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়।
বলিউডের গুঞ্জন, দীর্ঘদিনের বন্ধু ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠ’র সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রদ্ধা। তারা নাকি শিগগিরই বিয়ের পরিকল্পনাও করে ফেলেছেন। তবে বিষয়টি নিয়ে কেউই স্পষ্টভাবে কিছু বলেননি।
Read More News
শ্রদ্ধা-রোহানকে একসঙ্গে বিভিন্ন জায়গাতে ঘুরতে দেখা যাচ্ছে। শ্রদ্ধা এখন বাগী থ্রি’র শুটিং-এ সার্বিয়াতে রয়েছেন। সেখানে টানা ৪৫ দিন ধরে চলবে শুটিং। শ্রদ্ধার পিছু নিয়ে সার্বিয়াতে হাজির হয়েছেন রোহান শ্রেষ্ঠ। শুটিংয়ের ফাঁকে শ্রদ্ধা কাপুরকে নিয়ে সার্বিয়ার অলিগলি ঘুরে বেড়াচ্ছেন তিনি।
শ্রদ্ধা এখন ক্যারিয়ার নিয়ে তুমুল ব্যস্ত। চলতি বছরে সাহো এবং ছিঁছোরে ছবি উপহার দিয়েছেন তিনি। সাহো ছবিটি ইতিমধ্যে ব্লকবাস্টার হিট।