প্রেমের কথা জানালেন ”জয়া”

বাংলাদেশ ও ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নিজের প্রেমের কথা জানালেন। তিনি বলেন, আমি প্রেম করছি। তার বাড়ি বাংলাদেশে। তবে মিডিয়ার কেউ নন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাতকারে জয়া আহসানের ব্যক্তিগত বিষয়ে আলোচনা হয়। কলকাতার এক তারকার বরাত দিয়ে জানতে চাওয়া হয়, জয়া নাকি একজনের সঙ্গে প্রেম করছেন। এছাড়া আগামী বছর নাকি বিয়েও করবেন? উত্তরে অবাক হয়ে জয়া বলেন, ‘ওহ! আমার সম্পর্কে এত কিছু কে বললেন?’ তখন সাক্ষাতকার গ্রহণকারী তাকে বলেন, ‘আপনি কি তাহলে এটিকে আরেকটি গুজব বলে উড়িয়ে দিচ্ছেন?’ এ সময় প্রেমের কথা স্বীকার করে জয়া আহসান বলেন, ‘না। আমি প্রেম করছি। তিনি বাংলাদেশের। তবে মিডিয়া ইন্ডাস্ট্রির কেউ নন। যদিও বিয়ের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
Read More News

আগামী ২৭শে ডিসেম্বর কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে জয়া-প্রসেনজিৎ অভিনীত অতনু ঘোষ পরিচালিত ছবি ‘রবিবার’।

এদিকে, সম্প্রতি বাংলাদেশে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত কলকাতার ছবি ‘কণ্ঠ’। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের যৌথ পরিচালনায় ছবিটি গত মে মাসে ভারতে মুক্তি পায়। সাফটা চুক্তির আওতায় ‘কণ্ঠ’ দেশে পরিবেশন করছে ইমপ্রেস টেলিফিল্ম লি.।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *