বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা সোমবার (১৪ অক্টোবর) ঠিক সময়েই অনুষ্ঠিত হবে। শনিবার (১২ অক্টোবর) একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের এ কথা জানা গেছে।
Read More News
এদিকে, এ বছর অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা যেন সুষ্ঠুভাবে হয় সে জন্য রোববার (১৩ অক্টোবর) ও সোমবার (১৪ অক্টোবর) আন্দোলন শিথিল করার কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে বুয়েটের শহীদ মিনারে আন্দোলনকারীদের সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।
আন্দোলনকারীদের এক প্রতিনিধি বলেন, ১৩ ও ১৪ তারিখ ভর্তি পরীক্ষা উপলক্ষে আন্দোলন শিথিল করা হলো। ভর্তিচ্ছু ১২ হাজার পরীক্ষার্থী এবং অভিভাবকদের এ সময় সর্বোচ্চ সহায়তা দেয়া হবে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা আরো বলেন, আমাদের ১০ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে। ভিসি স্যারের অনুরোধ ও সারা দেশের ভর্তিচ্ছুদের পরীক্ষার স্বার্থে আন্দোলন শিথিল করা হয়েছে।