অভিনেত্রী টিনা দত্ত উত্তরণ সিরিয়াল থেকেই উত্থান। প্রায় পাঁচ বছর ধরে এক পুরুষের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তবে ব্রেক-আপের পর জনসমক্ষে যেতে চাইতেন না তিনি।
তিনি জানিয়েছেন, ওই ব্যক্তির সঙ্গে ডেট চলাকালীন তাঁকে নানা ভাবে হেনস্থা করা হয়েছে। যে কারণে তিনি নিজের উপর থেকে বিশ্বাসও হারিয়ে ফেলেছিলেন। কিন্তু তা বলে সম্পর্কের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেননি তিনি।
Read More News
টিনা জানালেন, ইন্ডাস্ট্রির কারও সঙ্গে সম্পর্কে জড়াতে চান না তিনি। আমার প্রতি লয়াল হতে হবে তাঁকে এবং মানুষকে সম্মান করতে জানতে হবে।
সেই সময়ে তাঁর উপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছিল, তার জন্যে অবশ্য খানিকটা নিজেকেও দায়ী করেন তিনি। বললেন, ‘খুব কম বয়সে আমি প্রেমে পড়ি। ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। তাই মনে হতো অত্যাচার অশান্তি সহ্য করে নেব। কিন্তু পরে বুঝলাম এটা একেবারেই ঠিক হচ্ছে না। কোনও পুরুষ মহিলার গায়ে হাত তুললে তিনি প্রকৃত পুরুষই নন। আর আমাকে অপমান করার কোনও অধিকার কারও নেই। এই ঘটনার পর পর মানুষকে বিশ্বাস করতে ভয় করত, অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম।’