ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাম ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। হামলাকারীরা সবাই ছাত্রলীগের কর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দামের অনুসারী বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা।
Read More News
দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিনের পদত্যাগের দাবিতে বুধবার দুপুরে বাম ছাত্র সংগঠনগুলোর ডিন অফিস ঘেরাও কর্মসূচিতে ছাত্রলীগের বাধায় এঘটনা ঘটে। হামলার প্রতিবাদে আন্দোলনকারীরা প্রক্টরের অফিসের সামনে অবস্থান নিয়েছেন। ডিনের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে ছাত্রলীগ। এসময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
ডাকসু এজিএস সাদ্দাম হোসেন বলেন, এ ঘটনায় ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কোনো অনুসারী নেই। ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিবাদমান দুটি গ্রুপের মধ্যে।
বিক্ষোভকারীরা তিনটি দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো-
১. ভর্তি জালিয়াতির ঘটনায় অভিযুক্ত উপাচার্য ড. আখতারুজ্জামান ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামকে পদত্যাগ করতে হবে।
২. জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া ডাকসু ও হল সংসদের নেতাদের অপসারণ ও অভিযুক্তদের ছাত্রত্ব বাতিল করতে হবে।
৩. রোকেয়া হলে দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রাধ্যক্ষ জিনাত হুদাকে পদত্যাগ ও হল সংসদের ভিপি ও জিএসকে অপসারণ করতে হবে।