সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার ভাগ্নি মেহেজেবুন নেছা টুম্পা দলের মনোনয়ন ফরম কিনেছেন।
Read More News
বুধবার বিকালে জাতীয় পার্টির বনানীর কার্যালয় থেকে মেহেজেবুনের পক্ষ ফরম সংগ্রহ করেন তার বড় ভাই ও দলের সাংসদ আজিজুর রহমান। এরশাদের বোন মেরিনা গত সংসদে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য ছিলেন। মেহেজেবুন নেছা মেরিনা রহমানের মেয়ে। মেহেজেবুনের বাবা আসাদুর রহমানও সংসদ সদস্য ছিলেন।
এছাড়া দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রেসিডিয়াম সদস্য এস এম ফখর-উজ-জামান জাহাঙ্গীর। এর একদিন আগে দলীয় ফরম সংগ্রহ করেন রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির।
ইসি কর্মকর্তারা বলছেন, নিয়ম অনুযায়ী আসন শূন্য হওয়ার দিন থেকে ৯০ দিন গণনা করা হয়। এক্ষেত্রে আগামী ১১ অক্টোবরের মধ্যে ওই আসনে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা আছে।