আজ বুধবার অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সাথে সাক্ষাৎ করতে যান। এ সময়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সব টেলিভিশন চ্যানেল পূর্ণ স্বাধীনতা উপভোগ করছে।’
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
Read More News
প্রধানমন্ত্রী বলেন, এক সময়ে বাংলাদেশের কেবল একটি টেলিভিশন চ্যানেল, বিটিভি (বাংলাদেশ টেলিভিশন) ছিল এবং ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর এই মিডিয়া শিল্পকে বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করে।
অ্যাটকো নেতারা জানান, তাঁরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে সব বেসরকারি টেলিভিশন চ্যানেল সম্প্রচার শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।