কিম কার্দাশিয়ান উষ্ণতায়ভরা ছবি দিয়ে ফ্যান মোমেন্ট ধরে রাখতে কোনও রকম চেষ্টার ত্রুটি রাখেন না। তবে তাঁর ছবিতে যে ফটোশপের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ তা কিন্তু দেখলেই বোঝা যায়।
Read More News
সম্প্রতি কিম এবং তাঁর বোন কাইলি শ্যুট করলেন একটি ফ্যাশন ম্যাগাজিনের জন্য। প্যাস্টেল রঙের ম্যাচিং বডিস্যুটেই দেখা যায় দুই বোনকে। একপা ঢাকা থাকলেও অন্য পায়ে ছিল শুধুই ফ্যাশনেবল স্যান্ডেল। সেখানেই দেখা যায় কিমের ডান পায়ে পাঁচের বদলে ছটি আঙুল। এরপরই প্রশ্ন তোলেন নেটিজেনরা। তাহলে কি কিমের পায়ে জন্মগতভাবেই ছটি আঙুল নাকি ফটোশপ? এছাড়াও তাঁর পায়ের আঙুল নাকি অতিরিক্ত গোলাপি। ফ্যানেদের দাবি এই বিতর্কের জবাব কিমকেই দিতে হবে।