মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজেদের মাতৃভূমিতে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে পরপর দুবার উদ্যোগ নেওয়া হলেও তাঁদের অনীহার কারণে সেই প্রক্রিয়া শুরু করা যায়নি।
বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম বলেছেন, রোহিঙ্গাদের কেউ মিয়ানমারে ফিরতে রাজি না হওয়ায় আজকে প্রত্যাবাসন শুরু হয়নি। তবে যদি কোনো রোহিঙ্গা স্বেচ্ছায় মিয়ানমার ফিরতে রাজি হন, তাঁদের প্রত্যাবাসন করা হবে।
Read More News
মিয়ানমার থেকে ছাড়পত্র পাওয়া তিন হাজার ৪৫০ জনের মধ্যে গত তিন দিনে প্রায় তিনশজনের সাক্ষাৎকার গ্রহণ করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের দপ্তর। আজও দুপুর পর্যন্ত তাঁদের সাক্ষাৎকার নেওয়া হয়।