গ্রেপ্তার করা হয়েছে জম্মু-কাশ্মীরের দুই সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে। রোববার রাত থেকেই গৃহবন্দি ছিলেন।
আজ সোমবার ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি ছাড়াও কংগ্রেস নেতা সাজাদ লোনকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজেপির সঙ্গে জোট করে এক সময় জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হয়েছিলেন মেহবুবা। কিন্তু গত বছর জুনে সেই জোট ভেঙে যায়। পতন হয় সরকারের। গত সপ্তাহে কেন্দ্রের তরফ থেকে কাশ্মীরে সেনা সংখ্যা বৃদ্ধির উদ্যোগের পর থেকে উপত্যকার রাজ্যনীতিতে সক্রিয় হয়ে উঠেছিলেন পিডিপি নেত্রী।
Read More News
এদিকে উত্তেজনার মধ্যেই জম্মু-কাশ্মীরের বহু এলাকার মোবাইল ও ল্যান্ডলাইন ফোনের পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ইন্টারনেট ও কেবল টিভি পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্যের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একসঙ্গে অনেক মানুষের জমায়েত ও জনসভা নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে জম্মু, কিশত্বার, রেসাই, ডোবা ও উধমপুর জেলার স্কুল-কলেজগুলো আজ সোমবার থেকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। বন্ধ রয়েছে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানও।