বলিউডে ডিম্পল কাপাডিয়া নিজের এক অন্য ঘরানা তৈরি করেছিলেন। খ্যাতি থাকতে থাকতেই বিয়ে এবং দুই মেয়ে। কিন্তু তিনি যখনই বড় পর্দায় কামব্যাক করেছেন, দর্শক সাদরে তাঁকে গ্রহণ করেছেন। সব ছবিতেই তিনি দুরন্ত সাবলীল।
Read More News
এবার বলিউডের ঘেরাটোপ পেরিয়ে হলিউড পরিচালকের ছবিতে কাজ করছেন ডিম্পল কাপাডিয়া। ক্রিস্টোফার নোলানের পরবর্তী ছবি স্পাই থ্রিলার Tenet। সেই ছবির সেটেই পাওয়া গেল ডিম্পলকে। এস্টোনিয়ায় শুরু হয়েছে ছবির শ্যুটিং। সেট থেকেই বিভিন্ন ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা ভাইরাল হতে বিশেষ সময় নেয়নি।