ইসলামপুরে একটি ভবনের ছাদ ধস

বুধবার দুপুরে রাজধানীর ইসলামপুরে একটি ভবনের ছাদের অংশ ধসে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১ জনের মৃতদেহ শনাক্ত করা গেছে। তবে সেখানে আরও লোকজন আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় পিতা-পুত্রের নিখোঁজের আশঙ্কায় তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।
Read More News

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক জানান, দুপুর থেকেই ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের ৫০ জন উদ্ধারকর্মী এবং ২০ জন স্বেচ্ছাসেবকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। তবে ভবনটির উপরে বড় স্লাব এবং ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে।

এ কারণে উদ্ধার কাজ শেষ হতে সময় লাগবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *