‘সিতারা’র নতুন পোস্টার

আসছে শুক্রবার (১৯ জুলাই) ভারতের পাঁচটি রাজ্যে মুক্তি পাচ্ছে পশ্চিম বাংলার নির্মাতা আশীষ রায়ের বহুল প্রতীক্ষিত ছবি ‘সিতারা’। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন বাংলাদেশের তারকা অভিনেতা জাহিদ হাসান ও পশ্চিম বাংলার অভিনেত্রী রাইমা সেন।
Read More News

সম্প্রতি পশ্চিম বাংলার জন্য ‘সিতারা’র নতুন পোস্টার প্রকাশের পর এবার তেলেগু ভাষায় প্রকাশ পেল পোস্টার। নির্মাতা জানালেন, পশ্চিম বঙ্গ ছাড়াও ছবিটি কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক ও অন্ধ্র প্রদেশ-এ মুক্তি পাচ্ছে ছবিটি।

বাংলা ভাষাভাষি দর্শকের মতো তেলেগুর দর্শকের জন্য পোস্টারেও দেখা মিললো জাহিদ হাসান ও রাইমা সেনের। পাঁচ প্রদেশে ছবিটি মুক্তি পেলেও এটি বাংলা, তেলেগু ও তামিল ভাষায় নির্মিত।

পরিচালক আশীষ রায় জানান, ঈদের পর বাংলাদেশে মুক্তি দেয়ার প্রস্তুতি চলছে। সেভাবেই প্রক্রিয়া এগিয়ে চলেছে।

ছবিতে জাহিদ হাসান ও রাইমা সেন ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, এম এ নাসের, সুব্রত দত্ত, মেঘনা নাইডু ও মাসুদ আখতার। ছবির চিত্রনাট্য লিখেছেন মলয় বন্দ্যোপাধ্যায় এবং ছবিতে সংগীত দিয়েছে দোহার ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *