মহাসড়ক ও সড়কের পাশে রিকশা ও ভ্যানহ ধীর গতির যানবাহন চলাচলের জন্য জাতীয়, আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের সড়ক ও মহাসড়কগুলোর পাশে সামান্য দূরত্ব বজায় রেখে আলাদা লেন নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Read More News
প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার এনইসি সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
এ লেনে ধীরগতির যানবাহন চলাচল করবে। এতে মহাসড়কের যানজট ও দুর্ঘটনা অনেক কমে আসবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, সব মহাসড়কে হয়তো আমরা একসঙ্গে এ লেন নির্মাণ করতে পারব না। এ কারণে অগ্রাধিকার ঠিক করে এটা করা হবে। মহাসড়কগুলোতে ধীরগতির যানবাহনগুলো চলাচল করার কারণে যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া দুর্ঘটনা ঘটে প্রচুর। অনেক সময় এ দুর্ঘটনা রোধ করা সম্ভব হয় না। পৃথক লেনের ব্যবস্থা থাকলে এসব দুর্ঘটনা এড়ানো যাবে।