জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান প্রথমবারের মতো উপস্থাপনায় নাম লেখালেন। এনটিভি’র ‘ডিপ্লোমার মিষ্টি লড়াই কনটেস্ট’ শিরোনামের একটি অনুষ্ঠানে উপস্থাপনায় তাকে দেখা যাবে। চলতি সপ্তাহের পুরোটা এফডিসিতে এটির দৃশ্যধারণ হবে।
রিচি বলেন, নতুন কিছু করতে সবসময়ই ভালো লাগে। উপস্থাপনা করার প্রস্তাব আগেও ছিল। কিন্তু নানা কারণে করা হয়ে উঠেনি। ভালো লাগছে এবার ব্যাটে বলে মিলে যাওয়ায় কাজটি করতে পেরে।
Read More News
এদিকে আসছে ঈদের নাটকেও রিচিকে দেখা যাবে বলে জানান তিনি। রিচি সোলায়মান আমেরিকা থেকে দেশে ফিরেছেন ১৩ই জুন। স্বামী ও দুই সন্তান নিয়ে আমেরিকায় বসবাস করেন তিনি। মাঝে-মধ্যে দেশে আসেন। বিশেষ করে ঈদের আগে তাকে দেখা যায় দেশে এসে অভিনয় করতে। নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেত্রী একাধারে বিজ্ঞাপন ও নাটকে কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে দেড় শতাধিক খণ্ড নাটকে দেখা গেছে তাকে। ৪০টিরও বেশি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি।