বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করা হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অর্থমন্ত্রী হিসেবে তাঁর জীবনের প্রথম বাজেট পেশ করবেন। আগামী ৩০ জুন এ বাজেট পাস হওয়ার কথা।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের শিরোনামের এবারের বাজেট হবে ‘স্মার্ট’ বাজেট। প্রচলিত ধারা থেকে বেরিয়ে নতুন আঙ্গিকে তৈরি করা হয়েছে এই বাজেট। এবারের বাজেটের আকার বাড়লেও অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা হবে সংক্ষিপ্ত।
Read More News
প্রস্তাবিত বাজেটের বিষয়ে অর্থ মন্ত্রনালয় বলেছে, রাজস্ব আদায়ে করের হার না বাড়িয়ে বরং করের আওতা বাড়িয়ে রাজস্ব আদায় বাড়ানো হবে। একইসঙ্গে এবারের বাজেটে রাজস্ব আদায়ের প্রক্রিয়া সহজ করতে এনবিআরের জন্য নতুন করে দিক নির্দেশনা থাকবে। ভ্যাট আইন কার্যকর করার বিষয়ে দিক নির্দেশনা থাকবে এবারের বাজেটে।
প্রচলিত রীতি অনুযায়ী অর্থমন্ত্রী ব্রিফকেস নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদে প্রবেশ করবেন। বিকেল ৩টায় তাঁর বাজেট বক্তৃতা শুরু হবে। অর্থমন্ত্রনালয়ের সূত্র মতে এবারের বাজেটের আকার হতে পারে ৫ লাখ ২৩ হাজার কোটি টাকা।