উত্তরপ্রদেশের সরকারের পনি সম্পদ, খনিজ ও পরিবেশ দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী উপেন্দ্র তিওয়ারি বলেন, দেখুন, ধর্ষণের একটা প্রকৃতি আছে। যেমন ধরুন, কোনও নাবালিকাকে ধর্ষণ করা হলে, তাকে তো আমরা ধর্ষণ হিসেবেই মানবো। কিন্তু বিবাহিত নারীদের ধর্ষণ ধর্ষণই নয়! কোনও কোনও ধর্ষণের ঘটনায় শোনা যায় যে ধর্ষিতা বিবাহিত মহিলা বয়স ৩০-৩৫। তার প্রকৃতি আলাদা আলাদা হয়।
Read More News
আলিগড় ধর্ষণ নিয়ে যখন দেশজুড়ে তোলপাড় চলছে, তখনই এমনই মন্তব্য করলেন যোগী আদিত্যনাথের রাজ্যের এই মন্ত্রী।
মন্ত্রী বলেন, এমন ঘটনা ঘটে যে, পুরুষ-মহিলা কয়েক বছর ধরে একে-অপরের সঙ্গে সম্পর্কে থাকেন। কিন্তু পরে তাঁরা ধর্ষিত হওয়ার অভিয়োগ তোলেন। নাবালিকাদের ধর্ষণের ক্ষেত্রে বিষয়টি আলাদা।