ফের বিভ্রাট কলকাতার পাতাল পথে, চরম দুর্ভোগে যাত্রীরা। যান্ত্রিক গোলযোগের কথা ঘোষণা করার পরও বিরক্ত যাত্রীরা স্টেশন ছাড়তে অস্বীকার করেন। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে রেলরক্ষী বাহিনীর জওয়ানদের নিয়ে আসে মেট্রোরেল কর্তৃপক্ষ।
Read More News
থার্ড লাইনে বৈদ্যুতিক গোলযোগের জন্য সোমবার সন্ধে ৬টায় থমকে গেল কলকাতা মেট্রো। চার ঘণ্টারও বেশি সময় ধরে কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোর ২৪টি স্টেশনে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের মুখে পড়লেন।
স্টেশনে স্টেশনে যান্ত্রিক গোলযোগের কথা ঘোষণা করার পরও বিরক্ত যাত্রীরা স্টেশন ছাড়তে অস্বীকার করেন। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে রেলরক্ষী বাহিনীর জওয়ানদের নিয়ে আসে মেট্রোরেল কর্তৃপক্ষ। রাত সাড়ে সাতটা নাগাদ সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত অংশের আপ ও ডাউন লাইনে ট্রেন চালানো সম্ভব হলেও বাকি সময়টা মসৃণ পরিষেবা দেওয়া আর সম্ভব হয়নি।
শেষ পর্যন্ত সন্ধে ৭টা ২৭ মিনিটে কবি সুভাষ থেকে সেন্ট্রাল পর্যন্ত আপ ও ডাউন লাইনে ট্রেন চালানো শুরু হয়। তবে রাত ৯টা পর্যন্ত দু’টো মাত্র ট্রেন চালানো সম্ভব হয়। শোভাবাজার স্টেশনে থমকে থাকা রেকটি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সন্ধে ৭টা ১০ মিনিটে দমদম ও বেলগাছিয়ার মধ্যে পাওয়ার ব্লক নেওয়া হয়। বিদ্যুৎ বিভ্রাটের জেরে গোটা মেট্রো পরিষেবাই কার্যত বিধ্বস্ত হয়ে পড়ে।