জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম এবার ঈদে টেলিভিশন ও ইউটিউব চ্যানেলের জন্য প্রায় বিশটি নাটক-টেলিছবিতে অভিনয় করেছেন।
তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো জাহিদ হাসানের ‘নুরু গোয়েন্দা’, সকাল আহমেদের বিসিএস বক্কর’, বিইউ শুভর ‘ছেলেটা অন্য রকম’, সুমন আনোয়ারের ‘অন্ধকার ঢাকা’, হাবিব শাকিলের ‘মাধুবীলতা’, ও শিহাব শাহিনের ‘বাউণ্ডুলে’।
Read More News
মম বলেন, আমি বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে এবার ঈদের বেশ কিছু নাটক-টেলিছবিতে ভিন্নরূপে নিজেকে উপস্থাপনা করেছি। ‘অন্ধকার ঢাকা’ ও ‘বাউণ্ডুলে’সহ কয়েকটি নাটকের গল্প অসাধারণ। দর্শকরা নাটকগুলো দেখলে বুঝতে পারবে কতটা নিজেকে পরিবর্তন করেছি।
আরো একটা বিষয় হলো এই সময়ে আমি চলচ্চিত্রের চেয়ে নাটকে বেশি ব্যস্ত আছি। এর প্রধান কারণ নাটকে আমি নিজেকে ভাঙার মতো অনেক চরিত্র পাচ্ছি। গেল বছর মম অভিনীত তিনটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এগুলো হলো ‘আলতাবানু’, ‘স্বপ্নঘর, ও ‘দহন’।