শনিবার ইংল্যান্ডের বিপক্ষে শতরান গড়ার মধ্য দিয়ে সেই অপূর্ণতা ঘুচালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ইনিংসের ৩৩তম ওভারে এবারের বিশ্বকাপের সবচেয়ে গতিময় বোলার জোফরা আর্চারকে সিঙ্গেল নেয়ার মধ্য দিয়ে ৯৫ বলে ৯টি চার ও এক ছক্কায় শতরানের মাইলফলক স্পর্শ করেন সাকিব।
সেঞ্চুরির পথে সাকিব দ্বিতীয় উইকেটে তামিমের সঙ্গে ৫৫ ও মুশফিকের সঙ্গে ১০৬ রানের অনবদ্য জুটি গড়েন।
Read More News
শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন সাকিব আল হাসান। যদিও শেষ পর্যন্ত ১০৬ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়ে দল।
এর আগে ২০০টি ওয়ানডে ম্যাচ খেলে সাতটি সেঞ্চুরি করেছিলেন সাকিব। তবে টেস্টের ৫৫ ম্যাচে পাঁচটি সেঞ্চুরি এবং ২৫টি ফিফটি রয়েছে দেশসেরা এ ক্রিকেটারের। শনিবার সেঞ্চুরি করায় ওয়ানডে ও টেস্ট মিলে সাকিবের মোট সেঞ্চুরি হলে ১৩টি।
বিশ্বসেরা এ অলরাউন্ডার ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রান করার পাশাপাশি ২৫২ উইকেট শিকার করেছেন।