‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত অভিনেত্রী বাংলাদেশের ফরিদপুরের অঞ্জু ঘোষ যোগ দিলেন বিজেপিতে। বুধবার বিজেপির পশ্চিমবঙ্গ দফতরে সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
Read More News
এ ব্যাপারে দিলীপ ঘোষ ভারতীয় গণমাধ্যমকে জানান, বহু মানুষই এখন বিজেপিতে যোগ দিতে চাইছেন। তেমনিভাবেই বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষ।
উল্লেখ্য, বাংলাদেশের ফরিদপুরের মেয়ে অঞ্জু ১৯৮২ সালে নির্মাতা এফ কবির চৌধুরীরি হাত ধরে চলচ্চিত্রে আসেন। তিনি ঢালিউডে বহু হিট ছবি উপহার দেয়ার পর ১৯৯৬ সালে ঢাকা ছেড়ে কলকাতায় চলে যান। এরপর থেকে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন অঞ্জু ঘোষ।