চলতি বছরেই রণবীর কাপুর ও আলিয়া ভাট আংটিবদল করতে চলেছেন। রণবীরের মা নীতু কাপুর চাইছেন আগামী জুনে এই যুগলের বাগদান সম্পন্ন করতে।
Read More News
২০১৮ সালে রণবীর ও আলিয়া খবরের শিরোনাম হন, যখন তাঁদেরকে একসঙ্গে সোনম কাপুরের বিয়ে-পরবর্তী অভ্যর্থনায় দেখা যায়। রণবীর জানিয়েছিলেন, তাঁরা সম্পর্কে জড়িয়েছেন। কিছুদিন আগে আলিয়া জানান, সেই ১১ বছর বয়স থেকে রণবীরকে চেনেন তিনি।
রণবীরের বাবা ঋষি কাপুর ও আলিয়ার বাবা মহেশ ভাটও তাঁদের ছেলেমেয়ের সম্পর্কের কথা স্বীকার করেছেন।
রণবীরের পরিবারের সঙ্গে রয়েছে আলিয়ার দৃঢ় বন্ধন। দুই পরিবারই তাঁদের সম্পর্ককে মেনে নিয়েছে। অতি সম্প্রতি রণবীরের মা নীতু কাপুর তাঁর ‘হবু পুত্রবধূ’ আলিয়াকে ‘হৃৎস্পন্দন’ বলে আখ্যা দিয়েছেন।