আজ রোববার বিকেলে রাজধানীর হোটেল আমারিতে বিদেশি কূটনীতিকদের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের বৈঠক হয়।
ড. কামাল হোসেন বলেন, ভোটের দিন কী হয়েছে সে বিষয়ে আমরা তাদের বলেছি। নির্বাচনের অনিয়মের তথ্য আমরা তাদের সামনে তুলে ধরেছি। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সারা দেশে নির্বাচনী সহিংসতা নিয়ে কথা বলেন। কূটনীতিকদের কাছে ভোটের নানা অনিয়মের একটি ভিডিও প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। এ ছাড়া, ভিডিওর সিডি ও তথ্য প্রমাণের কাগজপত্র সরবরাহ করা হয়।
Read More News
বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারসহ যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কানাডা, ফ্রান্স, কোরিয়া, সুইডেন, স্পেন, জার্মানি, নরওয়ে, ভারত, পাকিস্তান, জাপান, অস্ট্রেলিয়া, ইতালি, সুইজারল্যান্ড, তুরস্ক, নেদারল্যান্ডস, ডেনমার্ক, নেপাল, ভুটান, শ্রীলঙ্কাসহ ৩০টিরও বেশি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে ফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়, ডা. জাফরুল্লাহ চৌধুরী, গোলাম মাওলা রনি, আফরোজা আব্বাস, কণ্ঠশিল্পী কনকচাঁপা অংশ নেন।