বলিউডের অন্যতম প্রভাবশালী দম্পতি অজয়-কাজল। তাই পুত্রকন্যা যুগ ও নিশাকে নিয়ে অবসর বিনোদন করছেন। থাইল্যান্ডে সৈকতে বালুর উষ্ণতা আর জলের সৌন্দর্য উপভোগ করেছেন এ দম্পতি।
Read More News
পরিবারিক ভ্রমণের ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভক্ত ও অনুরাগীদের মন জয় করেছে। তবে সবচেয়ে নজর কেড়েছেন কাজলকন্যা নিশা। এই তারকাকন্যার সাম্প্রতিক ছবি অন্তর্জালে ঝড় তুলেছে। এ পর্যন্ত দুই লাখ ৪৪ হাজারের বেশি লাইক পড়েছে ছবিতে। অসংখ্য মন্তব্য তো আছেই।
অজয় দেবগনকে ‘টোটাল ধামাল’ সিনেমায় দেখা যায়। কাজলকে সর্বশেষ ‘হেলিকপ্টার ইলা’ সিনেমায় দেখা যায়। দীর্ঘদিন ধরেই ভক্তরা অপেক্ষা করছিলেন বড় পর্দায় অজয়-কাজল জুটিকে দেখার জন্য। সে আশা পূরণ হতে চলেছে। ‘তানাজি দ্য আনসাং ওয়ারিয়র’ ছবিতে অভিনয় করবেন অজয়-কাজল। ২০১০ সালে সর্বশেষ ‘তোনপুর কা সুপারহিরো’ ছবিতে জুটি বেঁধেছিলেন তাঁরা।
‘তানাজি দ্য আনসাং ওয়ারিয়র’ পরিচালনা করছেন ওম রাউত। তাঁর সহযোগী পরিচালক দানিশ গান্ধি। ছবিটি প্রযোজনা করছে ভূষণ কুমারের টি-সিরিজ। আগামী বছরের নভেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।