বিশিষ্ট নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর স্বলদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিঃশব্দতার শহর’। চলচ্চিত্রটির মাধ্যমে একজন গৃহকর্মীর চোখে ঢাকা শহরকে উপস্থাপন করেছেন তিনি।
‘নিঃশব্দতার শহর’ আইফ্লিক্সে অমিতাভ রেজার প্রথম স্বলদৈর্ঘ্য চলচ্চিত্র। মূল চরিত্রে গৃহকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন শারমিন যাকে ঢাকার একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতে দেখা যাবে। নিয়তির চক্রে গৃহকর্মী হওয়া মেয়েটির মনের গহীনের নানা দিক তুলে ধরেছে চলচিত্রটি। গত নভেম্বরে ঢাকার বিভিন্ন স্থানে এর শুটিং করা হয়েছে।
Read More News
আইফ্লিক্সে সপ্তাহের শেষ গল্প সিরিজের ১৫ মিনিট দৈর্ঘ্যের ২১টি অরজিনাল স্বলদৈর্ঘ্য চলচ্চিত্রের সর্বশেষ সংযোজন হলো ‘নিঃশব্দতার শহর’।
আইফ্লিক্স থেকে গ্রাহকরা স্বলদৈর্ঘ্য চলচ্চিত্রটি স্ট্রিমিং অথবা ডাউনলোড করতে পারবেন। সপ্তাহের শেষ গল্প সিরিজে কাজ করেছেন অমিতাভ রেজা চৌধুরী, মাবরুর রশিদ বান্নাহ, নুহাশ হুমায়ূন, আশফাক নিপুন, ভিকি জায়েদের খ্যাতনামা পরিচালক।
বাংলাদেশের শীর্ষ ডিজিটাল সেবাপ্রদানকারী অপারেটর রবি আজিয়াটা লিমিটেড’র (রবি) সহযোগিতায় আইফ্লিক্স ও আজিয়াটা গ্রুপ বারহাদ’র (আজিয়াটা) যুগ্ম-প্রযোজনা ও অর্থায়নে তৈরি হয়েছে ‘সপ্তাহের শেষ গল্প’।