স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যেকোনো তথ্য যাচাই-বাছাই করে ইন্টারনেট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড বা শেয়ার করার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
Read More News
আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ‘মিথ্যা রুখো, সত্য জানো’ স্লোগানে গুজববিরোধী একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপনের (টিভিসি) উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুজব দিয়াশলাইয়ের আগুনের মতো ভয়ঙ্কর। একটা দিয়াশলাইয়ের আগুন যেভাবে সবকিছু মুহূর্তে ধ্বংস করে দিতে পারে, তেমনি গুজবও ভয়ঙ্কর। একটা বিভ্রান্তিকর তথ্য কিংবা গুজব মুহূর্তেই বিশৃঙ্খলতায় রূপ দেয়।
আসাদুজ্জামান খাঁন বলেন, আমরা রামুর কথা ভুলিনি, নাসিরনগরের কথাও ভুলিনি। সম্প্রতি আমাদের ছোটছোট কোমলতি শিশুরা যে অধিকার নিয়ে রাস্তায় নেমেছিল এবং সেটিও গুজবের মাধ্যমে বিভ্রান্ত করা হয়েছে। দেশজুড়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল কতিপয় স্বার্থান্বেষী মহল।
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, গুজব ছড়ানোর অপরাধে এ পর্যন্ত আমরা ১৩২ জনকে গ্রেপ্তার করেছি। গতকাল রাতেও আমরা ছয়জনকে গ্রেপ্তার করেছি। এসব অপরাধ কর্মকাণ্ড যারা ঘটাচ্ছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় আনবই।