গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসায় আজ জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। বৈঠকের জন্য শনিবার বিকাল সাড়ে তিনটায় ড. কামাল হোসেনের বাসায় যান বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী)। কিন্তু দেখা না পেয়ে ৫ মিনিট অপেক্ষার পর বারিধারায় ফিরে যান সাবেক এই রাষ্ট্রপতি।
Read More News
এদিকে, ড. কামালের বাড়ির দরজা খোলারও কোনো লোক না পেয়ে ক্ষুব্ধ হয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী। বি. চৌধুরীর সঙ্গে সেখানে গিয়েছিলেন তিনি। পরে উপস্থিত সাংবাদিকদের মাহী বি. চৌধুরী এই ঘটনাকে শিষ্টাচার বর্হিভূত ও নজিরবিহীন উল্লেখ করে বলেন, এবার পরিষ্কার হয়ে গেল কারা জাতীয় ঐক্য চায় না।
অবশ্য, বি. চৌধুরী যখন ফিরে যান তখন ড. কামাল নিজ চেম্বারে ঐক্য প্রক্রিয়ার নেতাদের নিয়ে বৈঠক করছিলেন। সন্ধ্যা ৬টায় জাতীয় প্রেসক্লাবে তিনিও সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।