‘নায়ক’ ও ‘মাতাল’ সিনেমা দুটি মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। নতুন সিনেমাকে পুরনো সিনেমা হিসেবে মুক্তির অভিযোগে এক প্রযোজকের রিটের শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নিষেধাজ্ঞা জারি করেন।
Read More News
একই সঙ্গে এই দুটি নতুন সিনেমাকে পুরনো সিনেমা হিসেবে মুক্তি দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। ১২ অক্টোবর সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা থাকলেও রুল নিষ্পত্তি হওয়ার আগে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে আদেশে বলা হয়েছে।