শাহবাগ চত্ত্বর অবরুদ্ধ, তীব্র যানজটের সৃষ্টি

দুটি প্রতিবন্ধী সংগঠনের অবস্থানের কারণে শাহবাগ চত্ত্বর অবরুদ্ধ, তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

সকাল ১০ টা থেকে বাংলাদেশ প্রতিবন্ধী ঐক্য পরিষদ ও বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ শাহবাগে অবস্থান নেয়। তারা বিনা শর্তে ৫ শতাংশ প্রতিবন্ধী কোটাসহ ১১ দফা দাবি নেয়ার আহবান জানান। বিকাল ৫টা পর্যন্ত তারা শাহবাগে অবস্থান নেয়।
Read More News

এ অবস্থায় শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত রাস্তায় যানচলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের রাস্তাও বন্ধ। সাইন্সল্যাব থেকে আসা গাড়ি শেরাটন মোড় দিয়ে চলাচল করছে।

এ অবস্থায় সেখানে তীব্র যানজট সৃস্টি হয়েছে। এর রেশ গিয়ে পড়েছে গোটা রাজধানীতে। ফলে সবকটি সড়কেই যানজটে তীব্র দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। অন্যদিকে অ্যাম্বুলেন্সে আসা রোগিদের নিয়ে চরম বিড়ম্বনায় পড়েছে স্বজনরা। যানজটে আটকে পড়া অ্যাম্বুলেন্স বের হয়ে অন্যপথে হাসপাতালে যাবে এরও কোন সুযোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *