নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের পর এবার বলিউডের পরিচালক বিবেক অগ্নিহোত্রী বিরুদ্ধে অভিযোগ করেন তনুশ্রী দত্ত।
তনুশ্রী বলেন, ২০০৫ সালে ‘চকোলেট’ ছবির শুটিংয়ের সময় বিবেক অগ্নিহোত্রী শুটিং সেটের মধ্যেই তাকে অপমান করেন। বলেন, ‘জামা কাপড় খুলে ফেল। সুনীল শেঠি এবং ইরফান খানের সামনে গিয়ে নাচ’। যা শুনে ওই সময় অবাক হয়ে গিয়েছিলেন বাঙালি অভিনেত্রী। কিন্তু বিবেক অগ্নিহোত্রীর সেই আজব দাবির বিরোধিতা করেছিলেন ইরফান খান এবং সুনীল শেঠি।
Read More News
ইরফানের পাশাপাশি সুনীল শেঠিও সেদিন বিবেক অগ্নিহোত্রীর উপর খেপে যান এবং পরিচালকের বিরুদ্ধে ফুঁসে ওঠেন। সেই সাক্ষাতকারে তনুশ্রী আরও বলেন, এখনও পর্যন্ত বেশ কিছু ভাল মানুষ রয়েছেন ইন্ডাস্ট্রিতে। সেই কারণে বিবেক অগ্নিহোত্রীর মত মানুষরা প্রকাশ্যে অভিনেত্রীদের সব সময় শ্লীলতাহানি করতে পারে পারেন না।
যদিও এখনও পর্যন্ত বিবেক অগ্নিহোত্রী এ বিষয়ে কোনও পাল্টা মন্তব্য করেননি। তবে নানা পাঠেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের পর বলিউডের আরও এক পরিচালকের বিরুদ্ধে ফুঁসে ওঠায়, ফের শোরগোল শুরু হয়েছে বলিউডে।