লম্বা চুলের সোনালিকে আজ চিকিৎসার প্রয়োজনে

বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে ক্যান্সারে আক্রান্ত। গত দু’মাস হল মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা চলছে তাঁর। তবে মারণ রোগে আক্রান্ত হলেও আশা হারাননি সোনালি। তার পরিবার বন্ধুরা তাঁর পাশে দাঁড়িয়েছেন। কিছুদিন আগে ফ্রেন্ডশিপ ডেতে বন্ধু সোনালির সঙ্গে দেখা করতে নিউ ইয়র্কে ছুটে গিয়েছিলেন সুজান খান, গায়েত্রী যোশির মত বন্ধুরা। সেই ছবি নিজেই পোস্ট করেছিলেন সোনালি।

তবে সোনালি কেমন আছেন, তার স্বাস্থ্যের কতটা উন্নতি হচ্ছে, সব খবরই নিজেই সোশ্যাল সাইটের মাধ্যমে জানাচ্ছেন এই অভিনেত্রী। পাশপাশি তাঁর স্বামী গোল্ডি বেহলও সোনালির শারীরিক অবস্থার খবর সকলকে জানাচ্ছেন। তবে ছবিতে সোনালিকে সেই চেহারা দেখে তার ভক্তদের মন ভেঙ্গে যেতে বাধ্য। একসময়ের লম্বা চুলের মোহময়ী সোনালিকে আজ চিকিৎসার প্রয়োজনে ন্যাড়া হতে হয়েছে।
Read More News

গত বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বই হাতে নিজের একটি ছবি পোস্ট করেছেন সোনালি। ছবিতে দেখা যাচ্ছে, “A Gentleman in Moscow” নামে একটি বই হাতে ধরে রয়েছেন অভিনেত্রী। নিজেই জানিয়েছেন এই বইটা পড়তে তিনি ভীষণই আগ্রহী।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *