প্রথমবারের মতো কোন হিজাবী নারী ‘মিস ইংল্যান্ড’ প্রতিযোগিতার ফাইনালে উঠলো। ২০ বছর বয়সী ওই মুসলিম তরুণীর নাম সারা ইফতেখার।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) নটিংহ্যামশায়ারের কেলহ্যাম হলে মিস ইংল্যান্ডের ফাইনালে হিজাব পরে অংশ নেবেন সারা। তিনি প্রথম মুসলিম হিসেবে ‘মিস ইংল্যান্ড’ খেতাব জিততে চান।
Read More News
প্রতিযোগিতায় জিততে হলে আরো ৪৯ জনকে পেছনে ফেলতে হবে তাকে। আর ইংল্যান্ডের সেরা সুন্দরীর মুকুট মাথায় উঠলে চীনে মিস ওয়ার্ল্ডে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন এই মুসলিম নারী।
জানা গেছে, ১৬ বছর বয়সে নিজের ব্যবসা চালু করা সারা তার জনপ্রিয়তাকে ব্যবহার যে অর্থ পেয়েছেন তা দিয়ে একটি দাতব্য সংস্থা খুলেছেন। সারা গোফান্ডমি দাতব্য সংস্থাটি দক্ষিণ আমেরিকা, শ্রীলঙ্কা, রাশিয়া, ভিয়েতনামের বাস্তুচ্যুত শিশু এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করে থাকে।