দুজনকেই মাথায় হেলমেট পরিধান করতে হবে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, দুজনকেই মাথায় হেলমেট পরিধান করতে হবে। তিনজন চলা যাবে না। হেলমেট না থাকলে জ্বালানি তেল বিক্রি না করতে পেট্রল পাম্প মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে।

এ ছাড়া মহানগরীর ভেতরে লেগুনা, অবৈধ রিকশা, ফিটনেসবিহীন গাড়ি ও বৈধ কাগজপত্র ছাড়া কোনো ধরনের যানবাহনও চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন কমিশনার। তিনি বলেন, ট্রাফিক আইন অমান্য করলে যত শক্তিধর ব্যক্তিই হোন না কেন, তাঁকে আইনের আওতায় আনা হবে।
Read More News

আজ মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে বিশেষ ট্রাফিক মাস ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। সড়কে শৃঙ্খলা ফেরানো, দুর্ঘটনা রোধ ও সাধারণ নাগরিকদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্যই এই বিশেষ কর্মসূচি নিয়েছে ডিএমপি।

ট্রাফিক আইন না মানলে যত প্রভাবশালী ব্যক্তিই হোন না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। ৮৮ হাজারের বেশি যানবাহন ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকার পুলিশপ্রধান আশা করেন, এক মাস পর মহানগরীর মানুষ ট্রাফিক ব্যাপারে দৃশ্যমান পরিবর্তন দেখতে পারবেন। এ ব্যাপারে তিনি নগরবাসীকে আইন মেনে চলার পাশাপাশি পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *