বিবাহবিচ্ছেদের পর নারীসঙ্গকেই বেছে নেন ‘লিলি অ্যালেন’

ইংরেজ সংগীতশিল্পী, গীতিকার ও টিভি উপস্থাপক লিলি অ্যালেন জানিয়েছেন, বহু নারীর সঙ্গে তাঁর সম্পর্ক হয়েছিল। স্বামী স্যাম কপারের সঙ্গে বিচ্ছেদের পর তিনি ভেঙে পড়েছিলেন। নিঃসঙ্গতা ও একাকিত্বে ভুগেছিলেন। এসব থেকে মুক্তি পেতে নারীসঙ্গকেই বেছে নেন লিলি।

২০১১ সালে স্যাম কপারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন লিলি অ্যালেন। তাঁদের দুই মেয়ে আছে ছয় বছর বয়সী ইথেল ও পাঁচ বছর বয়সী মেরিন। এই দম্পতি ২০১৬ সালে আলাদা হন।

লিলি এর আগে জানিয়েছিলেন, বিবাহবিচ্ছেদের পর নায়িকা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
Read More News

বিবাহবিচ্ছেদ ও তাঁর জীবন নিয়ে শিগগিরই ‘মাই থটস এক্সাক্টলি’ নামে একটি বই প্রকাশিত হতে যাচ্ছে ৩৩ বছর বয়সী জনপ্রিয় এ সংগীতশিল্পীর। সেখানে তিনি সবকিছুই খোলামেলা লিখেছেন। এ সম্পর্কে বলতে গিয়ে নারীসঙ্গের কথা বলেন লিলি। আগামী ২০ সেপ্টেম্বর বইটি বাজারে পাওয়া যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তাই ভক্তদের বলেছেন, ‘মাথা উঁচু করে দাঁড়াও’।

‘বইয়ে আমার অন্ধকার দিনগুলো নিয়ে লিখেছি। যখন ভ্রমণে গিয়েছিলাম, মেয়ে-সহচরীদের সঙ্গেও শুয়েছি, কারণ আমি খুবই নিঃসঙ্গ ছিলাম এবং কিছু একটা খুঁজছিলাম। এতে আমি লজ্জিত নই, বরং গর্বিত। এটা আর কখনো করব না।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *