এক ফ্রেমে শাকিব খান ও গ্ল্যামারাস নায়িকা ববি। রাজধানীর কোক স্টুডিওতে বেশ রোমান্টিক মুডে দেখা মিলল তাদের। এ সময় ‘নোলক’ সিনেমার গানের শুটিং করেছেন তারা।
Read More News
লাল শাড়ি আর নাকে নোলক পরা ববি ও রোমান্টিক শাকিবের রসায়ন নিশ্চিতভাবে আবেদন জাগাবে দর্শকের মনে। এমনই প্রত্যাশা সিনেমার প্রযোজক সাকিব সনেটের। পরিচালক সমিতি জানিয়েছে পরিচালকের নাম হিসেবে রাশেদ রাহার নামই যাবে।