হলিউড ভেনেসা মার্কেজ গত বৃহস্পতিবার সকালেও লস অ্যাঞ্জেলসের বাড়িতে ছিলেন। কিন্তু এদিন তার আচরণ মোটেও স্বাভাবিক ছিল না।
Read More News
আন্তর্জাতিক গণমাধ্যমে খবর, এদিন মার্কেজের উন্মত্ত আচরণ দেখে বাড়ির মালিক পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ একটা মেডিকেল টিমও ঘটনাস্থলে হাজির হয়। চিকিৎসকরা মার্কেজকে শান্ত করার চেষ্টা করছিল, এমন সময় হঠাৎ অভিনেত্রী একটা বিবি-টাইপ বন্দুক এনে পুলিশের দিকে তাক করেন। এটা এক ধরনের সেমি-অটোমেটিক হ্যান্ড গান। পরিস্থিতি বেগতিক দেখে আত্মরক্ষার্থে পুলিশের এক অফিসার মার্কেজকে গুলি করেন। এতে তার মৃত্যু হয়।
পুলিশ তাঁকে মানসিক ভাবে অসুস্থ দাবি করলেও, মার্কেজের এক ঘনিষ্ঠ বন্ধু টেরেন্স টোয়েল্স ক্যান্টো সংবাদ সংস্থা এপি-কে জানান, তাঁর বন্ধুর শারীরিক ও আর্থিক সমস্যা থাকলেও মানসিক কোনও সমস্যা ছিল না। তিনি বার বারই বলতেন, অভিনয়ে ফিরবেন। অস্কার জেতার স্বপ্নও দেখতেন বলে জানিয়েছেন টেরেন্স।
গত বছরই তাঁর সহ-অভিনেতা জর্জ ক্লুনির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন এই অভিনেত্রী। যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে আনার জন্য টিভি সিরিজ থেকে সরিয়ে দেওয়া হয়ে বলেও অভিযোগ করেছিলেন মার্কেজ। যদিও পরে এক বিবৃতি দিয়ে জর্জ ক্লুনি সেই অভিযোগ অস্বীকার করেন।