স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভারতের কেরালা রাজ্য। মারা গেছেন কয়েকশ মানুষ। বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার পরিবার। কেরালার বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন সমাজের সব স্তরের মানুষ।
সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও এগিয়ে আসছেন সাহায্য করতে। অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান পিছিয়ে নেই। কিন্তু সালমান খান ১২ কোটি রুপির অনুদান দিয়েছেন।
Read More News
সম্প্রতি বলিউড অভিনেতা জাভেদ জাফরি একটি টুইট করেন। যেখানে তিনি লেখেন, সালমান খানের স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিং সালমান’-এর পক্ষ থেকে কেরালার বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ১২ কোটির অনুদান দেওয়া হয়েছে।
জাভেদ জাফরির ওই টুইটের পর থেকেই জোর শোরগোল শুরু হয়ে যায়। সালমান কি সত্যিই ওই বিশাল অঙ্কের অর্থ সাহায্য কেরালার মানুষের জন্য করেছেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
এদিকে কেরালার বন্যার পর প্রায় ১০ দিন পর বিষয়টি নিয়ে টুইট করেন সালমান খান। কেরালার মানুষের পাশে যাতে সবাই দাঁড়ান, সে বিষয়ে আহবান জানান তিনি। পাশাপাশি যে বা যে সমস্ত সংগঠন কেরালার মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তাঁদের পাশে সালমান খান সব সময় রয়েছেন বলেও ওই টুইটে জানান।