পরিচালক রিয়া খানের ‘ভিরে দি ওয়েডিং’ সিনেমার মাধ্যমে আবারও ক্যামব্যাক করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। আর ছবির সাফল্যের পর এবার পারিশ্রমিকের মাত্রাও বাড়িয়ে নিয়েছে।
সম্প্রতি অক্ষয় কুমারের বিপরীতে ‘গুড নিউজ’-এ স্ক্রিন শেয়ার করছেন কারিনা। অন্যদিকে করণ জোহরের ‘তখত’-এও অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
Read More News
শোনা যাচ্ছে, এবার থেকে এক একটি সিনেমার জন্য কারিনা নাকি ৮ কোটি করে পারিশ্রমিক দাবি করছেন। অর্থাৎ, আগে যেখানে এক একটি বড় বাজেটের সিনেমার জন্য ৪/৫ কোটি করে পারিশ্রমিক নিতেন, সেখানে এবার ৮ কোটি করে দাবি করছেন কারিনা। যা নিয়ে বলিউডে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে।
করণ জোহরের ‘তখত’-এ কারিনা কাপুরের সঙ্গে এই প্রথম দেখা যাবে রণবীর সিংকে। এই সিনেমায় রণবীরের দিদির চরিত্রে অভিনয় করবেন কারিনা কাপুর খান। এতে রণবীর এবং কারিনার পাশাপাশি দেখা যাবে আলিয়া ভাটকেও। ঐতিহাসিক প্লটের উপর নির্ভর করেই করণ জোহর ‘তখত’ তৈরি করছেন বলে খবর।