ভারতের জনপ্রিয় টিভি তারকা সারা খান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকিনি পরা ছবি পোস্ট করে আক্রমণের শিকার হলেন। ‘স্বপ্না বাবুল কা… বিদায়’ টিভি শো করে তিনি এখন বেশ জনপ্রিয়।
ইনস্টাগ্রাম ব্যবহারকারীর কেউ কেউ বলেছেন, ‘তুমি কি ধর্ম ছেড়েছ?’ কেউ বলেছেন, ‘সারা, এক সময় তুমি আমার প্রেরণা ছিলে, এখন ঘৃণা করি।’
Read Our More News
এর আগেও সারা খান খবরের শিরোনাম হয়েছিলেন, যখন তাঁর বোন আরিয়া খান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন। ভিডিওতে দেখা যায়, সারা খান বাথটাবে মজা করছেন। যদিও পরে আরিয়া ভিডিওটি মুছে ফেলেছিলেন, কিন্তু এর আগেই যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। ভিডিওটি ভাইরাল হয়। অনেকেই স্ক্রিনশট রেখে দেন, যেসব এখনও ইন্টারনেটে ঘুরছে!
অন্তর্জাল ব্যবহারকারীদের উদ্দেশে সারা খান বলেন, আমরা আপনাদের সম্মান করি, আপনাদের চিন্তাকেও সম্মান করি, আপনাদের অনুভূতিকে সম্মান করি। কিন্তু আপনাদেরও উচিত আমাদের সম্মান করা। আমরা উদ্দেশ্যমূলকভাবে খারাপ কিছু করি না।