মোশাররফ করিম নিজের প্রতিষ্ঠান এম প্রোডাকশন থেকে অটিস্টিকদের জীবনের গল্প নিয়ে নাটক নির্মাণ করছেন ‘আস্থা’।
নাটকটি রচনা করেছেন ও পরিচালনা করছেন জিয়াউর রহমান জিয়া। গত বুধবার উত্তরার একটি শুটিং বাড়িতে নাটকটির শুটিং শুরু করেছেন মোশাররফ করিম।
Read More News
এখানে তার বিপরীতে অভিনয় করছেন রোবেনা রেজা জুঁই। নাটকটিতে অটিস্টিক শিশুর বাবার চরিত্রে মোশাররফ করিম এবং ছেলে চরিত্রে পোষাল অভিনয় করেছেন।
মোশাররফ করিম বলেন,‘টিভি চ্যানেলগুলোর ঈদ আয়োজনে কমেডি নিভর্র নাটক বেশি দেখা যায়। তবে এর বাইরেও ভিন্ন ধরণের গল্পের নাটকও থাকে। আমি এমনই একটি গল্প নিয়ে হাজির হতে চেয়েছি। এই নাটকটিতে দর্শকমনে এক অন্যরকম অনুভূতি তৈরি হবে।’