পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সৈয়দপুর, যশোর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ঘোষনা দিয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমান নভোএয়ার।
ঈদের ছুটিতে সম্মানিত যাত্রীদের স্বা”ছন্দময় ও নিরাপদ ভ্রমণের চাহিদার প্রেক্ষিতে নভোএয়ার ১৭ থেকে ২১ আগষ্ট পর্যন্ত প্রতিদিন নিয়মিত ফ্লাইটের পাশাপাশি সৈয়দপুর ও যশোর রুটে অতিরিক্ত ২টি এবং রাজশাহী রুটে অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করবে।
Read Our More News
ঈদ উপলক্ষে টিকেটের মূল্যে ১০% ছাড়ের ঘোষনা দিয়েছে নভোএয়ার। এই অফারটি পেতে সম্মানিত যাত্রীদের নভোএয়ার এর মোবাইল অ্যাপে প্রমো কোড অপশনে ঘঙঠঙঅওজঅচচ লিখে টিকেট ক্রয় করতে হবে।
বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে সৈয়দপুর ৪টি, যশোর ৩টি ও রাজশাহীতে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া চট্টগ্রাম ৬টি, কক্সবাজার ৪টি, সিলেট ১টি ও কলকাতায় ১টি করে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ১৩৬০৩ অথবা ভিজিট করুন www.flynovoair.com