ফ্রান্সের ক্যালিয়াস বন্দরে অভিবাসীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সোমবার ওই এলাকায় ‘দ্য জাঙ্গল’ নামে পরিচিত অভিবাসীদের অস্থায়ী শিবির ভাঙতে গেলে দাঙ্গা পুলিশের সঙ্গে এই সংঘর্ষ বাধে। খবর বিবিসির।
ওই শিবিরে তাবু গেড়ে অবস্থানরত অভিবাসীদের সবাই মধ্যপ্রাচ্য, আফগানিস্তান ও আফ্রিকা থেকে আসা। সোমবার বিকেলে ক্যাম্পের দক্ষিণে অবস্থানরত অভিবাসীদের তাবুগুলো ভেঙে অভিবাসীদের অভ্যর্থণা কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করছিল পুলিশ। এসময় পুলিশের গাড়ি লক্ষ্য করে অভিবাসীরা পাথর ছুঁড়ে মারতে শুরু করে। এরপরই ফরাসি পুলিশও তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোঁড়ে।
দ্য জাঙ্গল ক্যাম্পে ক্যালিয়াস কর্তৃপক্ষের মতে ৩৭০০ বাড়িতে মোট শরণার্থীদের সংখ্যা ছিল ৫৪৯৭। এর মধ্যে উচ্ছেদে যাওয়া ক্যাম্পের দক্ষিণে বসবাসরত অভিবাসীদের সংখ্যা ৩ হাজারের ওপরে। এদের মধ্যে ২০৫ জন নারী এবং ৬৫১ জন শিশু।
এদিকে, শরণার্থীদের সঙ্গে এমন আচরণের বিষয়ে সতর্ক করে দিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান লেনার্দ ডয়েল বলছেন, ‘জাতিসংঘের চুক্তি অনুযায়ী অভিবাসীদের বিষয়ে বিভিন্ন বাধ্যবাধকতা রয়েছে, মানবিক দায়বদ্ধতাও রয়েছে। অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীদের ভুললে আমাদের চলবে না। তারা শরণার্থী হতে পারে কিন্তু তারা না পারতেই আরেকটি দেশের আশ্রয়প্রার্থী।’
তিনি বলেন, ‘আফগানিস্তান, সিরিয়া ও ইরাক থেকে আসা এসব শরণার্থীদের দেখাশোনা করা আমাদের কর্তব্য, তাদের ওপর জলকামান ছোড়ার বদলে তাদের সাহায্য করা উচিত।’
Read More News