জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা ও তাঁর স্বামী সাংসদ শিবলী সাদিকের মধ্যে বিচ্ছেদ হয়েছে। গত ২০ নভেম্বর সালমা ও শিবলী সাদিকের পরিবারের উপস্থিতিতে বিচ্ছেদের হয়। শিবলী সাদিক বলেন, আমি আসলে বিবাহ বিচ্ছেদ চাইনি। সালমার কারণে বিচ্ছেদ হল। সালমা চায় গান করতে। আমিও সেটা চেয়েছি কিন্তু সালমা নিজের বাচ্চার যত্নের থেকেও গানকে বেশি গুরুত্ব দিচ্ছে। এটা আমি ইতিবাচক ভাবে মেনে নিতে পারছি না।সালমা বলেন, বাধ্য হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। এমপি হওয়ার পর শিবলী অনেক পাল্টে গেছে। অনেক দিন ধরে শিবলীর সঙ্গে আমার নানা কারণে বনিবনা হচ্ছিল না। তাই শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।সালমা ও সাদিকের একমাত্র কন্যা স্নেহা এখন নার্সারিতে পড়ে। মেয়েটি এখন থেকে শিবলী সাদিকের কাছে থাকবেন বলে জানান শিবলী সাদিক।
Read More News