ভারতের কানপুরে ভয়াবহ রেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৯ জনে দাঁড়িয়েছে। গুরুতর অসুস্থ প্রায় দেড় শতাধিক যাত্রী। এর মধ্যে সঙ্কটজনক অবস্থায় রয়েছে অর্ধশতাধিক যাত্রী। বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ধ্বংস্তুপের নিচে এখনও বহু লাশ আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার পর ২৪ ঘন্টা কেটে গেলেও সোমবার সকালেও উদ্ধারকাজ শেষ করা সম্ভব হয়নি। ফলে দুর্ঘটনাগ্রস্ত কামরার মধ্যে আটকে থাকা যাত্রীদের বেঁচে থাকার আশা ক্রমশই কমছে।