এক বছরেরও বেশি সময় পর আবার দায়িত্ব নিয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি। আজ সোমবার বিকেলে মেয়র হিসেবে নিজের দায়িত্ব বুঝে নেন তিনি।
Read More News
এর আগে গত বছরের ৩ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশে মেয়র পদ থেকে বরখাস্ত হন মনিরুজ্জামান। এর আগের দিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
দীর্ঘ আইনি লড়াই শেষে আজ মেয়র হিসেবে দায়িত্ব বুঝে নেন মনিরুজ্জামান মনি। এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয় মনিকে এই দায়িত্ব বুঝিয়ে দেয়।
২০১৩ সালে খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে মেয়র হন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।