যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরতলিতে ডোনাল্ড ট্রাম্পবিরোধী সমাবেশের কাছে গুলিতে পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে।
Read More News
গুলিবিদ্ধদের মধ্যে চার পুরুষ ও এক নারী রয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রের পুলিশের ভাষ্য, ট্রাম্পবিরোধী সমাবেশের সঙ্গে গুলির ঘটনার কোনো সম্পৃক্ততা নেই।
সিয়াটলের সহকারী পুলিশপ্রধান রবার্ট মারনার বলেন, ট্রাম্পবিরোধী সমাবেশের সঙ্গে এ ঘটনার কোনো সম্পৃক্ততা নেই। ব্যক্তিগত তর্কবিতর্ক থেকেই এই গুলির ঘটনা ঘটছে।
মারনার আরো বলেন, ঘটনার খবর পাওয়ার পর এক মিনিটের মধ্যেই টহলরত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। কিন্তু এর আগেই বন্দুকধারী দৌড়ে পালিয়ে যায়।
সিয়াটলের পুলিশ জানায়, গুলিবিদ্ধদের একজনকে সিয়াটলের হারবারভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানান। বাকি চারজন পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত।
মঙ্গলবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি ২৯০টি ইলেক্টোরাল কলেজ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন পান ২৩২টি ইলেক্টোরাল ভোট।