যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ও গুলি

কঠিনতম প্রতিদ্বন্দ্বী হিলারিকে হারিয়ে আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বিক্ষুব্ধ হয়ে উঠেছে ট্রাম্পবিরোধীরা। ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর হোয়াইট হাউসের বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ও ডেমোক্রেট দলের সমর্থকরা।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরতলিতে ডোনাল্ড ট্রাম্পবিরোধী সমাবেশের কাছে  গুলিতে পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে।
Read More News

গুলিবিদ্ধদের মধ্যে চার পুরুষ ও এক নারী রয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রের পুলিশের ভাষ্য, ট্রাম্পবিরোধী সমাবেশের সঙ্গে গুলির ঘটনার কোনো সম্পৃক্ততা নেই।

সিয়াটলের সহকারী পুলিশপ্রধান রবার্ট মারনার বলেন, ট্রাম্পবিরোধী সমাবেশের সঙ্গে এ ঘটনার কোনো সম্পৃক্ততা নেই। ব্যক্তিগত তর্কবিতর্ক থেকেই এই গুলির ঘটনা ঘটছে।

মারনার আরো বলেন, ঘটনার খবর পাওয়ার পর এক মিনিটের মধ্যেই টহলরত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। কিন্তু এর আগেই বন্দুকধারী দৌড়ে পালিয়ে যায়।

সিয়াটলের পুলিশ জানায়, গুলিবিদ্ধদের একজনকে সিয়াটলের হারবারভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানান। বাকি চারজন পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত।

ট্রাম্পবিরোধী আন্দোলনের সময় গুরুতর জখম হয়েছে অনেকে। অরেগনে প্রায় ৩০০ জন বিক্ষোভকারী রাস্তা ও ট্রেন অবরোধে বসেছিলেন। তাদের মুখেও শোনা যায় একই স্লোগান ‘ডেটস নট মাই প্রেসিডেন্ট’।

মঙ্গলবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি ২৯০টি ইলেক্টোরাল কলেজ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন পান ২৩২টি ইলেক্টোরাল ভোট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *