ভারতের কংগ্রেস পার্টির সহ-সভাপতি রাহুল গান্ধী ও দিল্লির উপপ্রধানমন্ত্রী মনিশ শিশোদিয়াকে মঙ্গলবার আটক করেছে দিল্লি পুলিশ। সরকারের নেয়া সিদ্ধান্তের প্রতিবােদে আত্মহত্যা করা সাবেক সরকারি কর্মকর্তা রাম কৃষাণ গ্রিওয়ালের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তারা।
Read More News
নয়া দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে যাওয়ার পথেই আটকে দেয়া হয় রাহুলকে। তাকে এখন মন্দির মার্গ থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে কর্তব্যে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে। গ্রিওয়ালের পরিবারের সদস্যদেরও আটক করা হয়েছে। কারণ তারা রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। তারা হাসপাতালে আন্দোলন শুরু করেছেন। হাসপাতাল তো আন্দোলনের জায়গা নয়।